আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষান্ড স্বামী যাক্ররাম ওরফে বিশাল রায়।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ীর ছয়তলা ভবনে। স্ত্রী নুরভানুকে (৪০) হত্যা করে নিজ ভাড়া বাসার ষষ্ঠ তলার ষোল নম্বর ইউনিটের বাসায় রেখে নিহতের ছোট বোন সুমি আক্তারের আশুলিয়া থানা এলাকার বাসায় আশ্রয় নেয় ঘাতক। ওই সময় নিহতের ছোট ভাই জহিরুল ইসলাম কালিয়াকৈর থানাকে ঘটনাটি জানালে পুলিশ ভোরে আশুলিয়া থানার বাদাইল এলাকার সুমির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

নিহত নুরভানু নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাবাড়ী গ্রামের সবুর হোসেনের মেয়ে। নুরভানুর আগের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘাতক স্বামী যাক্ররাম ওরফে বিশাল রায় একই উপজেলার তালুকসৌলমারী মুদিপাড়া গ্রামের আশিনাথ রায়ের ছেলে। যাক্ররাম ওরফে বিশাল রায় গত ৩-৪ বছর আগে প্রেম করে বিয়ে করে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে স্বামী স্ত্রী দুজনই স্থানীয় পোশাক তৈরির কারখানায় চাকুরি করতো।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে যাক্ররাম ওরফে বিশাল রায়কে আসামী করে মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, হত্যা কান্ডের ঘটনায় স্বামী যাক্ররাম ওরফে বিশাল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মুল ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap