ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাট সংলগ্ন বিষখালী নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশের প্রাথমিক ধারনা গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নদীতে ঝাপ দিয়ে নিখোঁজদের মধ্যে একজন হতে পারে এই যুবক।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। যে জায়গায় লাশ পাওয়া গেছে ঐ জায়গা ঝালকাঠি সদর থানার মধ্যে হওয়ায় তারাই ব্যবস্থা নেবেন।