আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে করোনায় নিয়ম মানছেনা পথচারীরা

 

কুড়িগ্রাম প্রতিনিধি :

দেশব্যাপী দ্বিতীয় দফা করোনার ব্যাপ্তি ছড়িয়ে যাওয়ার পর সরকারের দেয়া নির্দেশাবলী মানছেন না কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ। গণ-পরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে অনেকেই মাক্স ব্যবহার করছেন না। জনসমাগমও এড়িয়ে চলার লক্ষ্মন কম দেখা যাচ্ছে।

এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পুলিশ বাসটার্মিনাল ও হাটবাজারগুলোতে অভিযান শুরু করেছে। তারা মাক্স বিতরণ ও হ্যান্ড সেনিটাইজারসহ পথচারীদের সচেতনতার পাশাপাশি নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অবস্থানের কথা ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মো. রুহুল আমিন, এএসপি কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap