আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সাদা দলের বিবৃতি

ইবি প্রতিনিধি:

 

১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) ডান পন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

 

 

রোববার ( ১২ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. এ এস এম শরফরাজ নাওয়াজ স্বাক্ষরিত পৃথক বিবৃতি দিয়েছেন তারা।

 

১৪ ডিসেম্বর উপলক্ষে বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ‘১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী অসংখ্য বাঙ্গালি বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। তাঁদের হত্যার মধ্য দিয়ে পাক হানাদার বাহিনী বাঙ্গালী জাতিকে মেধা শূন্য কারার চেষ্টা করেছিলো। যে স্বপ্ন নিয়ে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন তা স্বাধীনতার ৪৯ বছর পরেও বাস্তবায়ন হয়নি। আমরা মনে করি, আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে হবে।’

 

এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক আর এক বিবৃতিতে সাদা দলের শিক্ষক নেতারা বলেন, ‘১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা বিশ^াস করি, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা তাঁদের জীবন উৎসর্গ করেছেন তা আজও বাস্তবায়ন হয়নি। গণতন্ত্র, সাম্য, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক আগামীর বাংলাদেশ বিনির্মানে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তবেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।’

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap