আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় মাদক পরিবহনের বিশেষ গাড়ি সহ ১ মাদক ব্যাবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ

সাভার আশুলিয়ায় র‌্যাব-৪ এর চলমান মাদক নির্মূল বিশেষ অভিযানে এবার আটক হলো মাদক পরিবহনের বিশেষ চেম্বার যুক্ত প্রাইভেট গাড়ি সহ এক মাদক কারবারি। এ সময় বিপুল পরিমানের হিরোইন সহ নগদ টাকা উদ্ধার করা হয় ওই গাড়ি থেকে।

আজ ০৭/০৫/২০২১ ইং শুক্রবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে এই অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

মাদক ব্যাবসায়ী নিজামউদ্দিনের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলায় সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ দেশের সিমান্তবর্তী এলাকা হতে বিশেষ এই গাড়িতে বিষেশ গোপন চেম্বারে অবৈধ মাদকদ্রব্য হিরোইন পাচার করে এনে, ঢাকা সহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছে।

আটকের সময় র‌্যাব-৪ বিশেষ এই গাড়ি থেকে ৪১৮ গ্রাম হিরোইন দুটি মোবাইল সহ নগদ ২৫৯৪০টাকা্ উদ্ধার করে, এ সময় মাদক পরিবহনকৃত গাড়িটিও আটক করে র‌্যাব।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার  রাকিব মাহমুদ খান বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি, মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ, নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap