আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়ান নাগরিকের মৃত্যু

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত সারভেয়ার এলেক্স (৪২) নামে এক রূশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার বিদেশিদের আবাসন উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এলেক্স রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তাঁর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকাল ১০টার দিকে ডাকাডাকি করে কোন তাঁর সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap