আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বেশি টাকায় মাস্ক বিক্রির অভিযোগে জরিমানা ও আটক ২

সাভার প্রতিনিধি
  সাভারে বাড়তি মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে লাজ ফার্মা লিমিটেড নামে একটি ফার্মেসীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মতিউর রহমান ও পাপন দেবনাথ নামে দুই বিক্রয়কর্মী আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভার থানারোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এর চাহিদা বেড়ে যাওয়ায় সাভারের বিভিন্ন ফার্মেসীতে উচ্চমূল্যে তা বিক্রি হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় লাজ ফার্মা লিমিটেড নাম একটি ফার্মেসীতে দুই টাকা মূল্যের মাস্ক ৪০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন তারা। এসময় অবৈধভাবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে লাজ ফার্মা নামে ওই ফার্মেসীকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে মতিউর রহমান ও পাপন দেবনাথ নামে দুই বিক্রয়কর্মী আটক করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap