আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Soccer Football - World Cup - Round of 16 - Brazil vs Mexico - Samara Arena, Samara, Russia - July 2, 2018 Brazil's Neymar during the match REUTERS/Dylan Martinez

আবারো ইন্জুরিতে পডলেন নেইমার

আবারও চোটাক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। রোববার (১৩ অক্টোবর) সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে আফ্রিকার আরেক দল নাইজেরিয়া। জয়খরা প্রলম্বিত হওয়ার পাশাপাশি সমর্থকদের হতাশা বাড়িয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এই প্রাণভোমরা।

গত জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ের পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেছে ব্রাজিল। টানা চার ম্যাচে জয়হীন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিনদিন আগে সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই হতাশা টাটকা থাকতেই আবার হোঁচট খেল তিতের দল।

শুরুতে নেইমারকে হারানোর পরও দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। কিন্তু নাইজেরিয়ার গোলকিপার ফ্রান্সিস যেন হয়ে উঠলেন চীনের প্রাচীর। দ্বিতীয়ার্ধে শুরুতে সমতা ফিরিয়ে শেষটা ভালো করার সম্ভাবনা জাগিয়েছিল তিতের শিষ্যরা।

সুযোগ নষ্টের ভিড়ে শেষ পর্যন্ত ড্র করেই ফিরতে হয়েছে সেলেকাওদের। ব্রাজিল এগিয়ে যেতে পারত শুরুতেই। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি রবার্তো ফিরমিনো। কিছুক্ষণ পর বড় এক ধাক্কা খায় ব্রাজিল। বেশ কিছুক্ষণ ধরে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগতে দেখা যায় নেইমারকে। ১২ মিনিটে তাকে তুলে ফিলিপ্পে কুতিনহোকে নামান কোচ।

২৮ ও ৩০ মিনিটে আরও দুটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সাফল্য মেলেনি। ৩৫ মিনিটে মিডফিল্ডার জো আরিবোর গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। ৪৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। ৬০ মিনিটে কাসেমিরোর আরেকটি আক্রমণ পোস্টে প্রতিহত হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap