-
- খুলনা, রাজনীতি
- কেশবপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী রাশিদা খাতুনের গণসংযোগ
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ১৩, ২০২০, ৯:০৪ অপরাহ্ণ
- 353 বার পড়া হয়েছে
কেশবপুর, যশোর থেকে
যশোরের কেশবপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী হিসাবে রাশিদা খাতুন এলাকাবাসীর সঙ্গে ব্যাপক গণসংযোগ ও কুশলাদি ও মতবিনিময় করে চলেছেন।
সরেজমিন গিয়ে জানা যায় রবিবার বিকালে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোগতীনরেন্দ্রপুর এলাকায় সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় ও সমর্থন চেয়ে চলেছেন। পাশাপাশি এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সাহানাজ খাতুন, মুক্তা খাতুন, আলী হোসেন, নূরজাহান সিদ্দিকী, ওসমান সরদার, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন সরদার ও এলাকাবাসী।
কেশবপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রাশিদা খাতুন সাংবাদিকদের জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হতে পারলে অবহেলিত এ এলাকায় উন্নয়ন মূলক কাজ করে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। মাদক মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলবো ৷ লাকাবাসীর সার্বিক সমস্যা সমাধানে জন্য পাশে থাকবো
এ বিভাগের আরো সংবাদ