বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা)
আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে, একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
১১ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সির সাথে, থানর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শহীদুল্লাহ মুন্সী বলেন, আমার পদত্যাগ করার সিদ্ধান্তের কথা শুনে, থানার সকল নেতাকর্মীরা এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ জানায়। সাংগঠনিক কাজের স্বার্থে এবং সাংগঠনকে শক্তিশালী করতে শুরু থেকেই নিয়মিত কাজ করে আসছি। এমত অবস্থায় নেতাকর্মীর অনুরোধে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্তকে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নেই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান ও দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অনুগত কর্মী। সর্বাবস্থায় দেশ,জাতি ও দলের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি।
এ সময় তিনি, সামনের দিনগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য সংবাদ সম্মেলনে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য এর আগে ১২ ই ফেব্রুয়ারি (শনিবার) অবমূল্যায়নের অভিযোগ করে, পদত্যাগের ঘোষণা দিয়ে আশুলিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন এই নেতা।