আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে সড়ক দুর্ঘটনার মূল ঘাতক বাসটির ছিলোনা কোন ফিটনেস, রোডপারমিট

বিশেষ প্রতিনিধি – সাভার (ঢাকা)

সাভারের বলিয়াপুরে ত্রিমুখী সংঘর্ষে সড়ক দুর্ঘটনায়   তিন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজনের মৃত্যুর ঘটনায় মূল ঘাতক বাস, সেইফ লাইন পরিবহন গাড়ির ছিলোনা কোন রোডপারমিট, ফিটনেস ও রোট ট্যাক্স। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এঘটনায় বাসের অজ্ঞাতনামা চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন সাভার হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক। মামলা নম্বর- ১৪।

সোমবার (০৬ জুন) দুপুরে এ বিষয়ে আজকের দর্পনকে সাভার বিআরটিএ’র পরিদর্শক সাজ্জাদুর রহমান ও সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান এসকল তথ্য নিশ্চিত করেন।

সাজ্জাদুর রহমান জানান ঘটনাস্থল পরিদর্শন করে সেইফ লাইন পরিবহনের বাসটির কোন নাম্বার প্লেট তারা পাইনি। তবে পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রো ব-১৪-৫৮৭৮ একটি বাসের নম্বর দেওয়া হয়েছে।  পুলিশের কাছ থেকে পাওয়া নাম্বারটির কোন রোড পারমিট ছিল না। এছাড়া গাড়িটির ২০১৪ সাল পর্য়ন্ত ফিটনেস ছিল ও রোড ট্যাক্স ছিল ২০১৫ সাল পর্য়ন্ত।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যেখানে দেখা যায় দূর্ঘটনার মূল হোতা সেইফ লাইন পরিবহনের বাসটি। আমরা তদন্ত করে ঐ বাসটির নাম্বার বের করেছি তা হচ্ছে ঢাকা মেট্রো ব-১৪-৫৮৭৮। বাসটির কাউকে এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দুর্ঘটনা কবলিত দুই বাস ও ট্রাক সাভার হাইওয়ে থানায় আটক আছে। এবং দুর্ঘটনায় নিহতদের মরদেহ আইনগত ভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (০৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সেইফ লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজন টপকে পরমাণু শক্তি কমিশনের বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, অন্তঃসত্ত্বা পূজা সরকার, কাউসার রাব্বি ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটানা সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap