আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রিল কেটে পালালো নৌকার প্রার্থী, মার খেয়ে প্রিসাইডিং অফিসার হাসপাতালে

বিশেষ প্রতিনিধি:

সাভার উপজেলার ইউনিয়ন নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে নৌকার প্রার্থী তারা খেয়ে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষ থেকে গ্রিল কেটে পালিয়েছেন। এ ঘটনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ঐ নৌকা প্রাথির সমর্থকদের মারধরে হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।

 

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং ও ৪নং কক্ষে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে নিজের প্রতীকে ব্যালটে সিল মারছিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। এতে বাইরে অপেক্ষমান ভোটার ও দর্শনার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভের মুখে ওই কক্ষের দুইটি গ্রিল কেটে পালান তিনি।

 

এদিকে এ ঘটনার পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বলেন, ভবানিপুরে কেন্দ্র পরিদর্শনে যাই। এসময় সেখানে গেলে আটকিয়ে রাখে। প্রিসাইডিং অফিসারের কক্ষে অবস্থান নিয়েছিলাম। এরপর তাঁরা দড়জা ভেঙে ফেলে। আমার এক ছোট ভাই জানলার দুটি রড ভেঙে আমাকে উদ্ধার করে। তবে হামলার বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap