ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন আজ সোমবার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার করোনার নমুনা পরীক্ষা করলে, রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) মাহবুবর রহমান কচি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। তাকে আজ কেবিনে স্থানান্তর করা হয়েছে।’
অধ্যাপকের করোনার উপসর্গ কিছুটা ছিল জানিয়ে ডা. মনিলাল আইচ লিটু আরও বলেন, ‘ বর্তমানে তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একবার তার করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট এসেছে। তবুও তাকে আমরা আলাদাই রেখেছিলাম। এখন তিনি আইসিইউতে আছেন।’
উল্লেখ্য, রোববার বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন। কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।
সে সময় অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।