আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাগত পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সাথে পাবনা পৌর আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

আজ ২৭ জুন রবিবার দুপুরে নবাগত পাবনা জেলা প্রশাসক জনাব বিশ্বাস রাসেল হোসেন ও পাবনা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান মহোদয়ের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে পাবনা পৌর আওয়ামীলীগ কর্তৃক প্রকাশিত স্বরণিকা উপহার দেন পাবনা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে পাবনা পৌর ১৫টি ওয়ার্ডে জনগণের মধ্যে সচেতনামূলক প্রচার ও স্বাস্থ্য বিধি মেনে চলায় উদ্বুদ্ধকরণ, লক ডাউন কঠোর ভাবে মেনে চলার জন্য জনগণকে সচেতন করার আহবান জানান। আগামী দিনে দেশ ও জাতিকে ভালো রাখার জন্য সরকারের সকল নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। প্রশাসনের সকল কর্মকান্ডে সহযোগীতার আহবান জানান।

পাবনা পৌর আওয়ামীলীগ প্রশাসনকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক মো: শাহ্জাহান মামুন, সহ-সভাপতি মো: শামসুর রহমান, আব্দুল মোমেন নান্নু, আরেফিন রুবেল (কমিশনার), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ, কৃষি সম্পাদক বাদশা মোল্ল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমজান আলী চাদু প্রমূখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap