আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোটারী ক্লাব
রোটারী ক্লাব

রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন

সোহেল রানা – পাবনা প্রতিনিধিঃ

আজ ৬ জুলাই ২০২১ মঙ্গলবার রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির অর্থায়নে বিনামূল্যে মুমূর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহ বাস্তবায়নের জন্য রোটারএ্যাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটির নিকট হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান আবু মোঃ মোর্শেদ পি এইচ এফ, প্রকল্প চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব আবুল হোসেন পি এইচ এফ, রোটারীয়ান পি পি এ৬ মোঃ শাহজান আলী মন্ডল পি এইচ এফ, রোটারীয়ান পি পি প্রভাস চন্দ্র ভদ্র পি এইচ এফ, রোটারীয়ান পি পি জালাল উদ্দিন পি এইচ এফ, রোটারিয়ান আই পি পি মোঃ আলতাব হোসেন এম পি এইচ এফ, রোটারিয়ান অচিন্ত কুমার ঘোষ পি এইচ এফ, ক্লাব সেক্রেটারি সোলেমান হোসেন, ক্লাব ট্রেজারার মোঃ জিল্লুর রহমান পি এইচ এফ, জয়েন সেক্রেটারি রোটারিয়ান মোঃ রাজিবুর রহমান রিন্টু সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অক্সিজেন সরবরাহ বাস্তবায়নের জন্য সিলিন্ডার গ্রহণ করেন রোটাএ্যাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটির প্রেসিডেন্ট শিশির ইসলাম, সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সহ রোটাএ্যাক্ট ক্লাবের সদস্য বৃন্দ। অক্সিজেন সেবা গ্রহণ করেন এদিন আহমেদ তামিম, কাওসার হোসেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap