ঝন্টু কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে কৃষক মিজানুর রহমান (৫৮) মারা গেছেন। শুক্রবার রাতে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে কেশবপুরে করোনায় ৮ জন মারা গেছেন। এছাড়া শনিবার আরও ৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গিয়ছে , উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামের শামসুর রহমানের ছেলে মিজানুর রহমান সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে মারা যান।
তার চাচাতো ভাই সাংবাদিক মশিয়ার রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তার ভাই মিজানুর রহমানকে শনিবার সকালে বাগদহা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পরেই মিজানুর রহমানের বাড়ি লকডাউন করা হয়েছিল। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর শুক্রবার রাতেই জেনেছি। মৃতব্যক্তিকে যাতে স্বাস্থ্যবিধি মেনে কবরস্থ করা হয় সে বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।