আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোণা জেলা বিএনপি।

 

আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ছোট বাজার দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় নোয়াখালীর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হয়েছে বলে সমাবেশে বক্তারা একথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap