আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় বাস ও সিএনজি শ্রমিক সংঘর্ষে আহত ১

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় বাস ও সিএনজি শ্রমিক সংঘর্ষে এক সিএনজি চালক আহত। এই সংঘর্ষকে কেন্দ্র করে প্রায় ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ।

 

আজ সোমবার (১৪ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯ টায় মদন-কেন্দুয়া বাস স্ট্যান্ড মোড়ে বাস ও সিএনজি শ্রমিক সংঘর্ষে সিএনজি চালক মুস্তাকিন (২৫) নামের সিএনজি চালক আহত হয়।

 

আহত সিএনজি চালক মুস্তাকিন জানায়, আজ আনুমানিক সকাল ৯টার সময় সে মদন থেকে গর্ভবতী মহিলা সহ দুইজন যাত্রী নিয়ে আসার সময় বনোয়াপাড়া বাস স্ট্যান্ড মোড়ে বাস শ্রমিক লিটন,নয়ন, মিন্টু, নজরুল সহ আরও কয়েকজন মিলে তার সিএনজি আটকিয়ে তাকে মারধর করে। এসময় একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাতের ফলে মাথা ফেঠে যায়। এমনকি সিএনজিতে থাকা গর্ভবতী মহিলা কেউ তারা লাঞ্ছিত করে এবং তার পকেটে থাকা নগত অর্থও নিয়ে যায় তারা।

 

জেলা সিএনজি কমিটির কোষাধ্যক্ষ মোঃ খোকন মিয়া জানান, এই বনোয়াপাড়া বাস স্ট্যান্ড মোড়ো প্রতিনিয়ত বাসের শ্রমিকরা সিএনজি ও অটো আটকিয়ে তারা চাঁদাবাজি করে। চাঁদা না দিলে এভাবেই তারা অটো ও সিএনজি চালকদের মারধর করে।

 

 

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান, আজ সকাল আনুমানিক ১০ টার দিকে বাস ও সিএনজি শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র নেত্রকোণা পৌরসভাধীন বনোয়াপাড়া সিএনজি ষ্ট্যান্ডে সিএনজি চালকরা রাস্তা অবরোধ করলে।

সংবাদ পেয়ে আমিসহ মডেল থানার একটি টিম এবং টিআই আবু নাসের মোঃ জহির ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি চালক ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। সংঘর্ষে আহত ব্যাক্তি পক্ষে কেউ অভিযোগ দিলে যাথাযথ আইনগতব্যবস্থা নেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap