পাবনা প্রতিনিধিঃ
২২/১১/২০২০ রবিবার রাত্রি সাড়ে ৭টার সময় পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পাবনা পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো:শাহ্জাহান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের মাননীয় সাংসদ জননেতা গোলাম ফারুক প্রিন্স।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলমগীর হোসেন।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম, রাজিয়া নাসের, ফজলুল হক মন্টু, মো: শফি উদ্দিন, ইউসুফ মোল্লা, হাবিবুর রহমান হাবিব, মহিউদ্দিন বিশ্বাস তুফানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দঁাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় পৌর ১৫টি ওয়ার্ডে স্বাস্থ্য বিধি মেনে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করা, পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কা প্রতিকের প্রার্থীকে জয়লাভ করানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। বিদ্রোহী দলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করার মধ্য দিয়ে জনগণের পাশে থাকার আহবান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শ্রী বিজয় ভূষণ রায়, জেলা আওয়ামীলীগের কৃষি সম্পাদক মো: আব্দুল বারী বাকী।
সভায় পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও পৌর ১৫টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।