আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মা ইলিশ রক্ষায় চরফ্যাসনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চরফ্যাসন (ভোলা) থেকে-

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চরফ্যাসনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল ৫ টায় এ উপলক্ষে উপজেলার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত গাছিরখাল মৎস্য আড়তে জেলে ও আড়তের মালিকদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

মৎস্য কর্মকর্তা আব্বাস আলীর সঞ্চালনায় ও নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরাদ হোসেন ও নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক হোসেন মিয়া সহ আরো অনেকে।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ভেলার চরফ্যাসন উপজেলার মেঘনা- তেতুলিয়া নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ সময় ইলিশ অহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ক্রয়-বিক্রিয় ও বিনিয়ম সম্পন্ন নিষেধ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap