যশোরের কেশবপুর পাইকারি কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কয়েকটি আড়তে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।সকাল সাড়ে দশটায় কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেছেন।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, চার জন আড়ত মালিকের নিকট থেকে ছয় হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদায় করা হয়। যে সকল আড়ত মালিক পেঁয়াজের ক্রয় মূল্য রশিদ দেখাতে পারিনি। কিন্তু পাইকারি পেঁয়াজের মূল্য ৮৫ টাকা নিচ্ছেন। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ( ধারা ৩৮, ৪৩) এ জরিমানা করা হয়। এসময়ে আড়ত মালিক জনি মিয়া কাছ থেকে ১০০০টাকা, মিজানুর রহমান কাছ থেকে ১০০০ টাকা, জিয়াউর রহমানের কাছ থেকে ২০০০ টাকা ও ইমরানের কাছ থেকে ২০০০ টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতা জনসাাধারন।