– মুহাম্মদ শামসুল হক বাবু
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
বইয়ের পাতাগুলো অবিরত কথা বলে
তুমি তেমনি এক উর্বর কবিতার ভূমি
তোমাকে দেখে ঐ চন্দ্র পায় যেন লজ্জা
তোকে দেখে সূর্যও নিস্তেজ হয়ে যায়!
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
তোকে দেখে রুগ্ন দেহে শক্তি ফিরে আসে
গ্রহ-নক্ষত্র অবিরাম গতি নিয়ে ছুটে চলে
মদিনার বীররুমার কূপ জলে ভরে যায়
বীররুমার সেই খেজুর গাছ এখনও হাসে!
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
ডাকাতিয়া ওই রাখালিয়া বাঁশি বাজায়
পালতোলা নৌকারমাঝি ভাটিয়ালি সুর ধরে
চাতক চাতকিনী হেলে দুলে নৃত্য করে
তাই দেখে সর্পও ফনা তুলে পথ ভুলে যায়!
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
প্রতিটি ঋতু তোমার জন্যে রূপ বদল করে
সীমান্তের প্রহরীরা রাত জেগে পাহারা দেয়
তুমি ওই ভীনদেশী কবিরাজ বাবুর চেতনা
তুমি আমার ভাবনা আমার লেখনীর প্রেরণা