আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের রৌমারীর সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম থেকে-

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খন্ধসঢ়;জনমারা এলাকায় সোনাভরি
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তারা একে অপরের খালাতো ভাই। নিহতরা হলেন খন্ধসঢ়;জনমারা গ্রামের হায়দার
আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাত ভাই
রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের পুত্র নবম শ্রেণির ছাত্র
হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাত বোন গাইবান্ধা জেলার
সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর পুত্র
৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের
পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার খন্ধসঢ়;জনমারা এলাকায়
সোনাভরি নদীতে ঐ বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে।

এসময় দুইজন উঠে আসলেও ৩ শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে
স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঐ
এলাকায় শোকের মাতম চলছে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap