কুড়িগ্রাম থেকে-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার লাগানোর সময় কয়েকজন কর্মচারীর গাফিলতিতে দুই হাত ও এক পা হারানো আসিক আহম্মেদের দায়িত্ব নিতে এবং কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা। সোমবার সকাল সাড়ে এগারোর দিকে নাগেশ^রী-কুড়িগ্রাম সড়কের চন্ডিপুরে এ মানববন্ধন করেন স্থানীয়রা। এখানে বক্তব্য রাখেন মহিবুল হক খোকন, আসিকের বাবা রফিকুল ইসলাম, শাহানুর হক বাবু, আক্কাস আলী ও ফজলুর রহমান।
বক্তারা অভিযোগ করেন উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিক আহম্মেদ দৈনিক মজুরী ভিত্তিতে ইলেক্টিসিয়ানের কাজ করতো কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসে। গত ২৬ নভেম্বর লাইন টেকনিসিয়ান তোজাম্মেল হক তাকে ডেকে নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সেচ নতুন সংযোগের মিটার ও ট্রান্সফর্মার লাগানোর জন্য পাঠায়। ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ট্রান্সফর্মার লাগানোর কাজ শুরু করলে তার সাথে কথা না বলে সংযোগ দিলে নে বিদ্যুৎপৃষ্ট হয়। সর্বশেষ ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে দুই হাত ও এক পা কেটে ফেলা হয়। এরপর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার দায়িত্ব নেয়ার কথা বললেও এখন তার দায়িত্ব না নেয়ায় তার প্রতিবাদে মানববন্ধন করে তারা।