যশোরের কেশবপুরের হাতুড়ি বাহিনীর প্রধান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মঙ্গলবার রাতে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পরিবারের দাবি, গত ২৭ জুলাই তাকে কেশবপুরের ব্রাহ্মণকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আজিজ উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের খন্দকার রফিকুজ্জামানের ছেলে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, আব্দুল আজিজ একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তার নামে থানায় নয়টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে তাকে কেশবপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আব্দুল আজিজের বড় ভাই শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তার ছোট ভাই আব্দুল আজিজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আমরা খোঁজ নিয়ে জানতে পারি আমার ভাইকে কেশবপুর থানাহাজতে আটক রাখা হয়েছে। পরে তাকে দুই দিন থানাহাজতে আটকে রাখা হয়। বুধবার তাকে একটি পেন্ডিং ডাকাতি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।