আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে করোনার উপসর্গ নিয়ে ১ম এক ব্যক্তির মৃত্যু, ভবন লকডাউন

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার এই প্রথম করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ওই এলাকার ৪তলা বিশিষ্ট একটি ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে নিহত ব্যক্তির নাম মিজান (৫৫) এবং তার বাড়ি বরিশাল বলে জানা গেছে। তিনি নারায়নগঞ্জে চাকুরী করতেন। সেখানে করোনা পরিস্থিতি অবনতি হলে তিনি গত কয়েক দিন আগে তিনি গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে কালিয়াকৈর উপজরলার সফিপুর বাজার এলাকার বাদশা মিয়ার ৪তলা বিশিষ্ট একটি ভবনের ভাড়া উঠেন। পরে সেখানে তিনি ও পরিবার লোকজন নিয়ে বসবাস করে আসছিলেন। ওই বাসায় উঠার পর থেকেই তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাস কষ্টে ভোগছিলেন। পরে গত বৃহস্পতিবার ওই রাতে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ওই ভবনটি লকডাউন ঘোষণা করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, খবর পেয়ে সফিপুরের ওই চারতলা ভবনের বাড়িটি পুরোপুরি লকলাউন ঘোষনা করেন। নিহতের লাশ তার স্বজনরা তাদের দেশের বাড়ি নিয়ে গেছেন বলে জানা গেছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap