আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাকে করে মাদক পরিবহন করে মাদক ব্যবসা: ৪ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।র‌্যাব জানায় মাদক পরিবহনে ও ব্যবসার কাজে বড় ট্রাকের ব্যবহার করতেন এই ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির দিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। তানি জানান, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়ছে।
এর আগে, মঙ্গলবার ও বুধবার সাভার উপজেলার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার মো. তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মো. ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মো. হৃদয় আলী (২২) ও সঞ্জু বিশ্বাস (২১)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, র‌্যাব-৪ এর একটি চৌকস ডিম গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুটি অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়িকদের গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় , আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap