“জামাই বাবা” নাটকটিতে জামাইয়ের চরিত্রে অভিনয় করে মীর সাব্বির এবং শশুরের চরিত্রে অভিনয় করে শফিক খান দিলু। এখানে দেখা যায় জামাই শশুর মিলে সংসারের বিভিন্ন ঝামেলা সমাধান করছেন। বিশেষ করে বউ শাশুড়ির সাথে জামাই শশুরের বিভিন্ন বিষয়ে দ্বিমত ও ঝামেলা ঘটনা গুলো খুলে তোলা হয়েছে নাটকটিতে। নাটকটিতে এলাকার সচেতন যুবক হিসাবে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় মশিউর রহমানকে, যেখানে কমেডি অভিনয়ের নতুন মাত্রা যোগ হয়েছে। নাটকটি পুরোপুরি একটি কমেডি নাটক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানান নাটকের পরিচালক শাফিন আহমেদ। তিনি আরো বলেন এই নাটক দুটি দর্শকদের বিনোদনের খোরাক যোগাবে পুরো মাত্রায়। কমিডির পাশাপাশি আছে একটি সামাজিক বার্তা যা থেকে দর্শকরা আনন্দ নেয়ার পাশাপাশি ভালো কিছুর মেসেজ বা বার্তা পাবে।
এই নাটক দুটিতে অভিনয় করেছেন, মীর সাব্বির, মৌসুমি হামিদ, সফিক খান দিলু(শুধু “জামাই বাবা”), নিলা ইসলাম, হিরোন সোহেল, মসিউর রহমান মসি(শুধু “জামাই বাবা”), মানাসা, রফিক মিন্টু, রফিকুল ইসলাম, আশিস কুমার, ইমরুল, ইভা মনি ও অরিন নিপাসহ আরো অনেকে।
নাটক দুটির প্রধান সহকারী পরিচালনায় ইসমাইল হোসেন ও
চিত্রগ্রহণে ছিলেন সিরাজ খান।
পরিচালক শাফিন আহম্মেদ বলেন, আমার পরিচালনায় “জামাই বাবা” ও “আতা পাগলা” এই নাটক দুটির কাহিনী সম্পূর্ণ বিনোদন মূলক। আশা করছি দর্শক মহলে নাটক দুটি ভালো লাগবে। সামনের দিকে যাতে করে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি এজন্য সকলের দোয়া ও প্রার্থনা কামনা করছি।