আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানসিক ভারসাম্যহীন

মানসিক ভারসাম্যহীন বয়োজ্যেষ্ঠ মহিলা আবার ও প্রমান করলেন, আমরা অমানুষ হয়েগেছি

সোহেল রানা, পাবনা প্রতিনিধি:

গত বুধবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোখলেস সাহেব ঈশ্বরদী কলেজ রোড থেকে ছবির বয়োজেষ্ঠ মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাৎক্ষণিক স্থানিয় মানবিক ব্যক্তিদের অবহত করেন। তার অস্পষ্ট কন্ঠে যতদূর আচ করা যায়, তার বাসা নীলফামারী জেলার #রণচণ্ডী নামক ইউনিয়নে এবং তার মেয়ের বিয়ে দিয়েছে পার্শ্ববর্তী বর্ডার এলাকা বাংলাবান্ধা’তে (ধারনা করা যাচ্ছে)। এরপরেও কোন ব্যক্তি যদি এই মহিলাকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জেনে থাকেন তো দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল, যোগাযোগঃ 01636097009

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap