আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় মধ্যরাতে ট্রাক উল্টে নিহত ৩

পাবনা সদর প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন। রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী। তারা সবাই স্বল্প পুঁজির ব্যবসায়ী।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে লক্ষ্মীকুণ্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই করে একটি ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

আলহাজ মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই জব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও শুকুর আলী মারা যান। এ সময় কমপক্ষে আটজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap