কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চনপুর এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে শিপলু মিয়া(৩৪)। তিনি স্থানীয় নুরুল ফ্যাক্টরিতে পোশাক শ্রমিকের কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিপলু বাইসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌছালে মহাসড়ক পার হওয়ার সময় বিপরিত দিক থেকে আশা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়।
এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা খারাপ হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আবার সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, একটি প্রাইভেটকার ওই শ্রমিককে ধাক্কা দিলে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।