আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বেদে পরিবারে, ভয়াবহ চেহারার শিশুর জন্ম

বিশেষ প্রতিনিধি:
সোমবার (২৮ ডিসেম্বর) সাভারে সন্ধ্যায় বেঁদে দম্পতি জয়েদা ও শুকুর আলীর ঘরে অদ্ভুত আকৃতির নবজাতকের জন্ম হয়েছে। ওই নবজাতককে দেখতে ভীড় করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বেদে পাড়ায় অদ্ভুদ চেহারার এই নবজাতকের জন্ম হলে, এলাকাবাসী দেখার জন্য ভীড় জমালেও অনেকেই ভয়ে ওই স্থান ত্যাগ করে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ককর্তা ডা. সায়েমুল হুদা বলেন এধরনের নবজাতককে ‘হারলেকুইন আইসিথিসিস’ বলা হয়। কোন সময় কলডিয়ানও বলা হয়ে থাকে।
এটি জিনগত  সমস্যার কারণে হয়ে থাকে, এতে নবজাতকের চোখ, নাক, ঠোট সহ বিভিন্ন অঙ্গ সঠিকভাবে গঠন হয়নি (আটোসোমাল রিসেসিভ)। মূলত শুষ্ক ত্বকের সাথে সম্পর্কিত এনডি। এ ধরনের শিশুর মৃত্যুর হার বেশি। তবে এ শিশুটি সর্বোচ্চ ৩০ দিন বেঁচে থাকতে পারে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap