সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) এর ডিপোতে আয়োজন করা হয়।
ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেনকে আরভিএন্ডএফসি এর প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।
এসময় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আরভিএন্ডএফসি’র চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে আরভিএন্ডএফসি’র জ্যেষ্ঠ অধিনায়ক ও সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্টকে আরভিএন্ডএফসি কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ র্যাংক ব্যাচ পরিয়ে দেন।
নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সামরিক সদস্যবৃন্দের উদ্দশ্যে তার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৯ম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ কোরের অধীনস্থ সকল ইউনিটের অধিনায়ক ও সদস্যবৃন্দ।
আরো পড়তে ক্লিক করুন >> বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ