সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন একটি বন্ধ পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক।
সোমবার সকালে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা মানববন্ধন শেষে আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
কারখানাটির শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসে মালিকপক্ষ হঠাৎ কারখানাটি বন্ধ করে দিলেও এখনো তাদের ১১’শ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষ। পাওনার জন্য শ্রমিকরা বারবার মালিকপক্ষকে জানালেও তারা কর্ণপাত করছে না। উল্টো দাবী আদায়ে কারখানার সামনে গেলে তাদের পুলিশ দিয়ে পেটানো হচ্ছে।
তারা আরো বলেন, এর আগে ২ নভেম্বর সকালে ডিইপিজেডের সামনে তারা শতাধিক শ্রমিক একই দাবিতে বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেন, আজ নিরুপায় হয়েই আবারো শ্রমিকরা সড়কে নেমেছে। তবে এখন সাভার-আশুলিয়ার ২৭টি শ্রমিক সংগঠন শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তারা সবাই আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর যতদিন পর্যন্ত দাবী আদায় না হবে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। প্রয়োজনে খোলা আকাশের নিচে তাবু টেনে ও রান্না করে হলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন জানান, এ ওয়ান বিডি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে। কারখানাটি ইপিজেডের ভেতরে হওয়ায় সেখানে আমাদের আসলে তেমন কিছু করার নেই। ইপিজেডের বিষয়গুলো দেখে বেপজা। তবে তারা ইপিজেড ছেড়ে প্রেসক্লাবের সামনে আসায় আমরা সেখানে নিরাপত্তা দিচ্ছি। নেতাদের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, মানববন্ধন শেষ হলেই তারা সেখান থেকে চলে যাবেন।