আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে হবে শিক্ষকদের এমপি- জলি।

পাবনা প্রতিনিধি:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা সিরাজগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি গতকাল শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব নাদিরা ইয়াসমিন জলি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা তার একক প্রচেষ্টায় সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীদের বছরের প্রথমেই নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। যা বিগত দিনে কোন সরকারই সম্ভব করতে পারেনি। শুধু তাই নয় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোকেয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, দাপুনিয়া ইউপি’র চেয়ারম্যান মোছা: আম্বিয়া খাতুন শিমু, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার পাবনা প্রেসক্লাবের সদস্য এইচ.কে.এম আবু বকর সিদ্দিকী। ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন। সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। ক্রীড়া প্রতিযোগিতার ধারা বর্ণনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম ও শিউলী খাতুন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap