আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধে নিহত।

সাভার প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের জ্বলসা বউ বাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বালিয়া পাড়া জ্বলসা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা জানান, বিকেলে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের জ্বলসা এলাকা থেকে কাওয়ালীপাড়া যাচ্ছিলো মোটরসাইকেল আরোহী আজিজুল হক। পরে সাটুরিয়াগামী একটি ট্রাক পিছন থেকে এসে তাদের ধাক্কা দেয়। এসময় আজিজুল হক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap