– মুহাম্মদ শামসুল হক বাবু-
“বাল্য বিয়ে প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা আজ সকাল ১১টায় সাভারের ইয়াং কিং চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
বেসরকারী সংস্থা আরএইচস্টেপ এর হ্যালো আই এম প্রজেক্ট এর উদ্যোগে এই আলোচনায় অংশগ্রহণ করেন কিশোর-কিশোরী, পিতা-মাতা, কমিউনিটি লিডার, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় পদক প্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজ কর্মী, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবং সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান নঈম, এইচডিডি’র প্রধান নির্বাহী সাংবাদিক সীমান্ত সিরাজ, সাভার পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মিসেস ডারফিন আক্তার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আয়নাল হক গেদু, বিশিষ্ট সমাজ কর্মী সাগর সাহা, নারী নেত্রী ও সমাজ কর্মী সেলিনা পান্না, আরএইচস্টেপ এর কর্মকর্তা প্রসেনজিৎ দাস। এ সময় আরএইচস্টেপ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করার উপর তাগিদ দেন। এ ব্যাধি নির্মুলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা হ্যালো আই এম প্রজেক্ট এর এধরনের আয়োজনের প্রশংসা করেন এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন।