-
- আন্তর্জাতিক
- হ্যাকিং এর কবলে মোদির টুইটার অ্যাকাউন্ট
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ৩, ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ
- 1222 বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ক্রীপটোকারেন্সির মাধ্যমে অর্থ সহায়তা চেয়ে একাধিক পোস্ট ও করা হয়েছে অ্যাকাউন্ট থেকে !
এর আগে বেশ কিছু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট একযোগে হ্যাকিং এর শিকার হয়। জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।
টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাহায্য চাওয়ার পোস্ট টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৎক্ষণাৎ মোদির অ্যাকাউন্ট থেকে এসব টু্ইট সরিয়ে নেয়া হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে এই সহায়তা দেবার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল।
টুইটার জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদির টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।
এ বিভাগের আরো সংবাদ