আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক পার্টির নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ২৭ দিন পর আটক- ১

বিশেষ প্রতিনিধি সাভার (ঢাকা)

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আজাত (৪৫) ও তাকে বহনকারী রিকশাচালককে ছুরিকাঘাত করে আহত করার ঘটনার ২৭ দিন পর এক আসামিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জমান।

এরআগে, বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে আশুলিয়ার গাজিরচটের আইনাল মার্কেট এলাকা থেকে সেই মামলার আসামি আলমগীর (২৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ আলমগীর চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভাঙ্গা গ্রামের আহমদ চকিদারের ছেলে৷ তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় থাকতেন। তিনি এই ঘটনায় মামলার আট নম্বর আসামি।

ভুক্তভোগী আবুল হাসনাত আজাত স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। এছাড়া আহত রিকশাচালক হলেন মনির হোসেন (৪০)।

পুলিশ জানায়, গত ২৫ জুন গভীর রাতে আশুলিয়ার শেরআলী মার্কেট ত্রীমোড় এলাকায় হয়ে রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলেন হাসনাত আজাদ। পথে ত্রীমোড় এলাকায় এলে দুই যুবক তাদের রিকশার গতিরোধ করেন। রিকশা থেকে হাসনাত নামলে এক যুবক ছুরি দিয়ে হাসনাত ও রিকশাচালককে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে অভিযান পরিচালনা করে আলমগীরকে গ্রেফতার করি। আজ তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap