আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় তিন বাসের প্রতিযোগিতায় ১বছরের শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি -সাভার (ঢাকা)

আশুলিয়ায় টঙ্গী ইপিজেড মহাসড়কে একটি ব্যানারের যাত্রীবাহী পরিবহনের তিন বাসের রেষারেষি ও প্রতিযোগিতায় চাপা পড়ে দুমড়ে- মুচড়ে গেছে একটি সিএনজি। সিএনজিতে থাকা ১ বছর বয়সী শিশু আতকিয়ার মৃত্যু হয় এই ঘটনায়। এছাড়া আরো ৪ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

শুক্রবার (১৫ জুলাই) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ‘আলী- নুর ‘ব্যানারের তিনটি বাসের রেষারেষিতে শিশু আতকিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

এরআগে, বিকেল তিনটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।নিহত শিশু আতকিয়া টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো: রনির মেয়ে। এঘটনায় মো: রনি ও তার স্ত্রী নাছিমা বেগমসহ আরও দুইজন আহত হয়েছেন।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, সন্ধ্যার দিকে শিশু আতকিয়ার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়। আমি নিহতের পরিবারের সাথে ফোনে যোগাযোগ করছি। এর মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন দুইজন ও পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে দুইজন। এঘটনার পর দুইটি বাসকে আটক করা হয়েছে আরেকটি বাসকে চিহ্নিত করার চেষ্টা চলছে। থানায় বিষয়টি একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

 

প্রসঙ্গ, শুক্রবার তিনটার দিকে আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক এলাকায় আলী নুর পরিবহনের তিনটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। বাসগুলোর সামনে সিএনজিও যাচ্ছিলো। এসময় বাসগুলোর একটি সিএনজিকে ধাক্কা দেয়। পরে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে পেছনে থাকা আরেকটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা এক শিশুসহ একই পরিবারের ৪ জন ও সিএনজিচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap