বিশেষ প্রতিনিধি-
সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে, দুই হত্যাকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪। ২৫ (ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা বিউটি আক্তার (৩৫) এর গলা কাটা লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহত বিউটি আকতারের দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার, কাজিপুর থানার, চরপালাগাড়ী গ্রামে।
সে সাভারে পুকুর পাড় এলাকায় ওই বাসায় একাই ভাড়া থাকতেন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে, পুলিশের পাশাপাশি এর রহস্য উদঘাটনের কাজ শুরু করে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল।
র্যাবের গোয়েন্দা তৎপরতায় ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত সাড়ে ১১ টায় আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার মোঃ রিপন মিয়া (২৭) ও মুন্সিগঞ্জ জেলার মোঃ সোহাগ (২০) কে আটক করে র্যাব-৪ ।
এসময় তাদের কাছ থেকে একটি বড় ব্যাগ, চারটি মোবাইল, হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি, ২ লক্ষ টাকার একটি চেক, ও নগদ ৪০০০ টাকা, উদ্ধার করে র্যাব।
র্যাব-৪ সি,পি,সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানায়, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেছে। এছাড়াও হত্যাকাণ্ডটি নিহতের স্বামীর ইন্ধনের করা হয়েছে বলে হত্যাকারীরা স্বীকারোক্তি প্রদান করে। গ্রেফতারকৃত আসামিরা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে নিষ্ঠুর ভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সাভার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় এই কর্মকর্তা।