আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন

রাত পোহালেই ইউপি নির্বাচন, কেন্দ্রে পাঠানো হলো উপকরণ

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি):

রাত পোহালেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৯৬ জন সহকারী প্রিজাইডিং ও ৩৯৬ জন পোলিং অফিসার এ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তা হিসেবে তাদের কে ইতিমধ্যে  নিয়োগ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত (২৭ অক্টোবর) বুধবার প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত আসনে ৫৫ জন ও সাধারণ আসনে ২০৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাত ইউনিয়নের ৬৪ টি কেন্দ্রে সর্বমোট ভোটার রয়েছে ৬৩ হাজার ২৬৩।এরমধ্যে ৩২ হাজার ১১২ জন পুরুষ ও ৩১ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছেন।

তারমধ্যে, আমতলি ইউনিয়নে ৫ হাজার ৯২৫, বেলছড়ি ইউনিয়নে ৯ হাজার ৪০৬, বড়নাল ইউনিয়নে ৭ হাজার ৩১২, গোমতি ইউনিয়নে ৯ হাজার ৩৩৯, মাটিরাঙ্গা ইউনিয়নে ৭ হাজার ৮০১, তাইন্দং ইউনিয়নে ৯ হাজার ৯৮২ এবং তবলছড়ি ইউনিয়নে ১৩ হাজার ৪৯৮ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আশরাফুল আলম বলেন, সাধারণ নির্বাচন ঘিরে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স ও বিভিন্ন উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা উপকরণ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap