আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটা পদ্ধতি ও বৈষম্যের বিরুদ্ধে ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন

সাভার উপজেলা প্রতিনিধি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহালের বিরুদ্ধে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে সাভারের ক্যাডার কর্মকর্তারা।


আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন, বিসিএস লাইভ স্টক একাডেমির সামনে, ক্যাডারের সকল কর্মকর্তারা এক ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন। এছাড়াও সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এক ঘন্টা সকল অফিসে ‘কলম বিরতি’ পালন করেন তারা।

শুধু প্রশাসন ক্যাডার বাদে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারাদেশে বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন,জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে।

উল্লেখ্য জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও এর আগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রযেছে ২৬ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার), সকাল ১১ থেকে দুপুর ১২ পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচী, ৪ জানুয়ারি ২০২৫ (শনিবার) ঢাকায় সমাবেশ আয়োজন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap