আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে অবৈধ শিশু খাদ্য তৈরি কারখানায় অভিযান

বিশেষ প্রতিনিধি

সাভারের ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি টিম।

মঙ্গলবার দুপুরে হেমায়েতপুরের নন্দন খালি হলমার্ক হাউজিংয়ের ভিতরে একটি অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি কারখানায় এ অভিযান চালানো হয়।

লস্কর হাফিজ মালিকানাধীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রি নামের ঐ কারখানাটিতে কোল ড্রিঙ্কস, চকলেট, লিচি, পুডিং সহ ৯ ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো।

অভিযানের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীরা কারখানা থেকে সরে পরলে মুল ফটকের তালা ভেঙে প্রবেশ করে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন যাবত এই কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি করে আসছিল।

অবৈধ শিশু খাদ্য তৈরি, মোড়কে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার, বিএসটিআই অনুমোদন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় ২ লক্ষ টাকা জরিমানা ও অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap