আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, আশুলিয়া অফিসের শুভ উদ্বোধন

আসাদুজ্জামান খাইরুল, বিশেষ প্রতিনিধি

ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ধামরাইয় এর ট্যুরিস্ট স্পটের ট্যুরিস্টদের ও হোটেল মোটেল এর নিরাপত্তার স্বার্থে উদ্বোধন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, আশুলিয়া অফিস। এ উপলক্ষে ফ্যান্টসি কিংডম ও ঢাকা রিজিয়ন, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ স্টেক হোল্ডারস মত বিনিময় সবার আয়োজন করে। এ সময় মত বিনিময় সভা শেষে সুন্দরবনের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক । বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের ট্যুরিস্ট খাতে কোন ধরনের প্রভাব পরবে না বলেও জানান তিনি।

৬ এপ্রিল শনিবার দুপুরে সাভারের জামগড়া এলাকার রূপায়ন সেন্টারে ট্যুরিস্ট পুলিশের জোনটির কার্যক্রম শুরু হয়। এরপর ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ স্টেক হোল্ডারস মত বিনিময় সভার আয়োজন করে এটা সেই কিংডমের লিয়া রেস্টুরেন্টে।

উদ্বোধন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  ডিআইজি সাংবাদিকদের আরও বলেন, পার্বত্য এলাকায় আমাদের যৌথবাহিনি অপারেশন করছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী পহেলা বৈশাখে আমাদের সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাভার-আশুলিয়া ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মোঃ মনিরুল হক ডাবলু বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাই এই অঞ্চলগুলোর টুরিস্ট পয়েন্ট সহ হোটেল মোটেল এর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মোঃ বদরুল আলম মোল্লা, পিএসসি, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মামেনা আক্তার ও   আশুলিয়া জোনের ইনচার্জ মোঃ মনিরুল হক ডাবলু।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap