আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ

“একতাই শক্তি, মাদককে না বলুন” এই স্লোগানকে ধারণ করে আশুলিয়ায় গাজীরচট যুব সংঘ নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট তালতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। খেলার উদ্বোধন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়।

এ সময় খেলা অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বলেন, গাজীরচট যুব সংঘ সংগঠনটি একটি সামাজিক ক্লাব, ক্লাবের উদ্যোগে খেলার আয়োজন হয়েছে যেটি যুবসমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিত এতে করে সমাজের যুবকরা মাদক ও অন্যায় কাজ থেকে বিরত থাকবে। ক্লাবের সার্বিক উন্নতি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উদ্বোধক সোনিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়এবং প্রধান অতিথি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাকিল মুন্সী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোঃ রজব আলী, অবঃ প্রাপ্ত অনারী ক্যাপ্টেন হাদিসুর রহমান, অব: ওয়ারেন্ট অফিসার সাহেদুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্টে অংশগ্রহণ করা সকল টিম সহ এলাকার যুব সমাজ ও মুরুব্বিরা।

এ খেলায় অংশগ্রহণ করেন টিম কারেন্ট  বনাম আয়নাল মার্কেট ক্রিকেট একাডেমি। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম কারেন্ট দলকে হারিয়ে আয়নাল মার্কেট একাডেমি চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন ২০ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার। এবং রানার্স আপ টিম কারেন্ট পেয়েছে ১০ হাজার টাকা প্রাইস মানি পুরস্কার।

খেলার আয়োজন কমিটিতে ছিলেন, শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, মোঃ রকিবুল ইসলাম (সাগর), মোঃ আরাফাত হোসেন (অপু), মোঃ মঈনুল ইসলাম(নাঈম), মোঃ রাকিবুল হাসান মোঃ মাহবুবুর রহমান পলাশ

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap