মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) থেকে:-
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ঢাকা গামী দ্রুতগতির (ঢাকা মেট্রো-ব, ১৩-০৯০৪) সেলফি পরিবহন বাসের চাপায় মো. রুবেল পারভেজ ও মো. আব্দুল মান্নান নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় একটি বাস আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ। রুবেল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। অপরজন মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান। তবে আহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, সকাল সোয়া ৯ টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাই। গুরুতর আহত আরও দুই পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে বলে শুনেছি। তবে আমরা নিশ্চিত না।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান জানান, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস ওভারটেকিংয়ের চেষ্টা করে। একপর্যায়ে আইল্যান্ড ঘেঁষে অপেক্ষারত তিন পথচারীকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের একটি বাস আটক করে ভাঙচুর চালিয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।