আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাটুরিয়ায় ৪৭ টন সারসহ দুইটি ট্রাক জব্দ- ২জন গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা)

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সাটুরিয়া থানা পুলিশের হাতে জব্দ হয় কালো বাজারে বিক্রি হওয়া সার বোঝাই দুই ট্রাক। গ্রেফতার হয় আ.ছালাম ও বাদল মিয়া নামে দুই চালক। সোমবার গভীর রাতে সাটুরিয়া গোলড়া সড়ক থেকে ওই সার বোঝাই ট্রাক জব্ধ করে থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, মানিকগঞ্জ বিএডিসি থেকে অবৈধ পন্থায় ৪২৬ ব্যাগ ট্রিপল সুপার ফসফেট ও ৫২৩ব্যাগ মিউরেট অব পটাশ সার পাচার হচ্ছিল গাজীপুরের কালিয়াকৈর এলাকার মেসার্স নারায়ন বণিক এবং মেসার্স বিঞ্চু এন্ড ব্রাদার্স সার বিক্রয় প্রতিষ্ঠানে। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী স্কেলে ওজন ট্যাক্স ফাকি দিতে সার বহনে বেছে নেয়া হয় ভায়া সাটুরিয়া সড়ক। সোমবার রাত ১২টার দিকে সাটুরিয়া থানা পুলিশের অভিযানে সার বোঝাই ওই ট্রাক জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাক চালকেরা মানিকগঞ্জ বিএডিসির সার বিক্রির ২টি পৃথক চালান দেখান।
অবৈধ ভাবে সার বহনকারী ট্রাক চালক আ.সালাম হোসেন (৪০) মাদারী পুরের কালকিনি এলাকার আ.রহমান শিকদারের পুত্র ও অপরজন মানিকগঞ্জ কৃঞ্চপুর এলাকার বিশু বেপারীর পুত্র বাদল মিয়া (৪৫)তাদের দুজনকে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২টি ট্রাক ৯৪৯ ব্যাগ সারসহ দুইজন চালককে গ্রেফতার করা হয়েছে। জরুরী কৃষি পন্য সার কেলেঙ্কারীর সাথে জরীত বাকী অন্যদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap