বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়েছে।
১ অক্টোবর (রোববার) দুপুরে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে ইউনিক ফকির বাড়ি মোড় এলাকার, তালতলা মসজিদের বিপরীতে মেহেদী হাসানের বাড়ির চারতলার ফ্লাট বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে তাদেরকে চেতনা নাশক কিছু খাইয়ে হত্যা করা হতে পারে তাদের। বাসায় মিলেছে রান্না করা খিচুড়ি এবং চার-পাঁচটি চায়ের কাপ যেটা দেখে অনুমান করা যাচ্ছে হয়তো বা কেউ মেহমান হয়ে এসেছিল তাদের বাসায় এবং পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছে।
নিহতরা হলেন, ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন।
এসআই জোহাব আলী বলেন, ‘গতকাল রাতে একটি ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মরদেহ তিনটি রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’