কবি-সোহেল মাহমুদ
দিনের শেষে রাত্রি এলে, যখন একটু শুই,
বিবেক বলে আজ সারাদিন কি করেছিস তুই।
মাথার নিচে যখন আমি টেনে নিলাম বাঁলিশ,
আমার বিবেক আমার নামে দিয়ে যাচ্ছে নালিশ।
কিছু কাজে ভুল করেছি কিছু ছিলো বাজে,
কিছু মানুষ কষ্ট পাইছে আমার কিছু কাজে।
কিছু কাজে গুনা ছিলো কিছু ছিলো নেকি,
নিজের কাছেই খারাপ লাগে নিজের হিসাব দেখি।
অন্ধকারের পথে হেঁটে যায় না পাওয়া আলো,
মন থেকে কেউ না চাইলে হওয়া যায়না ভালো।